রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রকাশিত সংবাদের প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সৌরভের অর্থের অভাবের চিকিৎসা হচ্ছে না। আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি হেলাল শেখকে প্রাণঢালা অভিনন্দন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে পুলিশ বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি ধামরাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া  পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনা-তাপস-সেলিম : রাকিন আহমেদ এমপক্স নিয়ে শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা

এক নজরে রামগঞ্জ উপজেলা ভূমি অফিস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০১৬
  • ৫১০ বার পড়া হয়েছে

রামগঞ্জ উপজেলা ভূমি অফিসটি উপজেলা পরিষদ মিলনায়তন এর প্রাণকেন্দ্রে অবস্থিত। রামগঞ্জ বাস স্টান্ড থেকে সিএনজি অটোরিক্সা এবং রিক্সা যোগে অত্র অফিসে সহজে যাতায়াত করা যায় । উপজেলা ভূমি অফিসটি অত অঞ্চলের ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে তার মধ্যে হল-

কী সেবা কীভাবে পাবেন

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদনের পদ্ধতি

সেবা প্রদানের সময় সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

০১

নামজারী ও জমা খারিজ

আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত পূর্ব্বক পক্ষগণকে নোটিশ প্রদানক্রমে শুনানি গ্রহণ সাপেক্ষে কোন আপত্তি না থাকলে অনুমোদন।

ক) আবেদন বাবদ কোর্ট ফি ২০.০০(বিশ) টাকা।

খ) নোটিশ জারী ফি ৫০.০০(পঞ্চাশ) টাকা)।

গ) রেকর্ড সংশোধন ফি ১০০০.০০ (এক হাজার) টাকা।

ঘ) প্রতি কপি মিউটেশন খতিয়ান ফি ১০০.০০ (একশত) টাকা। সর্বমোট= ১১৭০.০০ (এক হাজার একশত সত্তর) টাকা

এখানে উল্লেখ্য যে,আবেদন বাবদ ২০.০০ (বিশ) টাকা কোর্ট ফি এর মাধ্যমে এবং অবশিষ্ট ফি ডি.সি. আর এর মাধ্যমে আদায় করতে হবে।

৪৫(পয়তাল্লিশ)দিন

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বরাবরে নামজারী আপিল দায়ের করণ।

০২

কৃষি খাস জমি বন্দোবস্ত

নির্ধারিত ফর্মে প্রদত্ত আবেদন গ্রহণ, আবেদন বাছাই, বন্দোবস্তের প্রস্তাব প্রেরণ।বন্দোবস্ত অনুমোদনের পর দলিল সম্পাদন করে রেজিষ্ট্রেশনের জন্য প্রেরণ। বন্দোবস্ত অনুমোদন এর পর রেকর্ড সংশোধন ও দলিল হস্তান্তর ।

৬০ (ষাট)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়ের করণ।

০৩

অকৃষি খাস জমি বন্দোবস্ত

আবেদন প্রাপ্তির পর তদন্ত শেষে নথি সৃজন ক্রমে বন্দোবস্তের প্রস্তাব প্রেরণ।

১৫ (পনের)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়ের করণ।

০৪

ভূমি উন্নয়ন কর

মালিকানা সংক্রান্ত কাগজ পত্র প্রদর্শন পূর্ব্বক ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ণ করের টাকা পরিশোধ করে রশিদ গ্রহণ

০২ (দুই)দিন

সহকারী কমিশনার (ভূমি)বরাবরে আপত্তি দায়ের করণ।

০৫

অর্পিত সম্পত্তি বন্দোবস্ত ও নবায়ন

যথাযথ তদন্ত সাপেক্ষে সঠিক পাওয়া গেলে নবায়নের সুপারিশ সহকারে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে প্রস্তাব প্রেরণ।

১৫ (পনের)দিন

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বরাবরে আপত্তি দায়ের করণ।

০৬

জলমহাল (২০একর পর্যন্ত)

ইজারা প্রদান, ইজারা ফি আদায়, দখল প্রদান।

৩০ (ত্রিশ)দিন

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বরাবরে আপত্তি দায়ের করণ।

০৭

জলমহাল (২০ একরের উর্ধ্বে)

ইজারাদার বরাবর দখল প্রদান।

০৩ (তিন)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়ের করণ।

০৮

বালু মহাল

ইজারাদার বরাবর দখল প্রদান।

০৩ (তিন)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়ের করণ।

০৯

হাট বাজার

ইজারাদার বরাবর দখল প্রদান।

চান্দিনা ভিটি একসনা লাইসেন্স ভিত্তিক বন্দোবস্তের আবেদন প্রাপ্তির পর তদন্ত শেষে প্রতিবেদন প্রেরণ।

০৩ (তিন)দিন

১৫ (পনের)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়ের করণ।

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়ের করণ।

১০

পর্চা প্রদান

ভূমি উন্নয়ণ করের রশিদ প্রাপ্তির পর রেকর্ড মতে পর্চা প্রদান।

০৩ (তিন)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়ের করণ।

১১

শ্রেনী পরিবর্তন

আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত পূর্ব্বক উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন প্রেরণ।

১৫ (পনের)দিন

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বরাবরে আপত্তি দায়ের করণ।

১২

ভূমি মালিকানা সনদ পত্র প্রদান

আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত সাপেক্ষে আবেদন কারীর নামে রেকর্ড থাকলে সনদ পত্র ইস্যু।

১৫ (পনের)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়ের করণ।

১৩

জাবেদা নকলের জন্য নথি ও খতিয়ান কপি প্রেরণ

আবেদন প্রাপ্তির পর নথি ও খতিয়ান কপি প্রেরণ।

০৩ (তিন)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়ের করণ।

১৪

বিভিন্ন দরখাস্তের উপর কার্যক্রম গ্রহণ

আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরাবরে তদন্তের জন্য প্রেরণ এবং তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

১৫(পনের)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়ের করণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451