মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জন অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা টিএমএসএস সদস্যদের (RAISE) প্রকল্পের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দীর্ঘ ১৩ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে চাকুরী ফেরত পেলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম

উত্তরায় আলাউদ্দিন শপিংমলের লিফট ছিঁড়ে নিহত ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৪৭১ বার পড়া হয়েছে

ঢাকা:
উত্তরার ৩ নম্বর সেক্টরের ট্রপিক্যাল আলাউদ্দিন মার্কেটের আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরে আরো ৯টি ইউনিট যোগ হয়। ৭টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকলের ওসি এনায়েন হোসন জানিয়েছেন, এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের লাশ বাংলাদেশ মেডিকেলের মর্গে রয়েছে। তিনি ওই ভবনের সিকুরিটি ইনচার্জ ছিলেন।

এছাড়া উত্তরা হাইকেয়ার হাসপাতালে রয়েছে সালমা (৩৫), রেজাউল করিম রানা (৩২) নামে দুজনের লাশ। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হেলাল উদ্দিন।

তিনি আরো জানান, সেখানে অগ্নিদগ্ধ ৫ জন চিকিৎসা নিতে এসেছিলেন। এর মধ্যে দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়ে গেছেন। বাকি তিন জনের মধ্যে একজন আছে আইসিইউতে, একজন ওয়ার্ডে এবং একজন কেবিনে।

এছাড়া ১১ নম্বর সেক্টরে শিম-শিম জাপান হাসপাতালে আছে কামরুন্নাহার লতা (২৩) নামে এক তরুণীর লাশ। এখানেও চিকিৎসা নিতে এসেছেন ৫ জন।

উদ্ধার তৎপরতা চলছে। ৬০ থেকে ৭০ জন আহত বলে জানা গেছে।

এর মধ্যে- মাহমদুল হাসান (৩৬) এবং দুই সন্তান মাইসা আক্তার (১০) ও মুক্তাকিন (৮ মাস) ছাড়াও মামুন (২৪) নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।

ভবনটির আন্ডারগ্রাউন্ডে একটি অফিসে ইফতার করছিল তারা। হইচই শুনে বের হওয়ার সময় তাদের জামায় আগুন লাগে। ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, শিশু ও তার বাবার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাভিয়েশন সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পেয়ে ইউনিট পাঠানো হয়েছে।

এটি একটি শপিং মল। এবং ভবনটি ১৬ তলা বিশিষ্ট। ভবনের প্রথম ৬ তলায় আলাউদ্দিন মার্কেট। উপরের দিকে বিভিন্ন অফিস রয়েছে। শপিং মলে ঢোকা এবং বাহির হওয়ার জন্য আলাদা দুটি পথ রয়েছে। শপিং মলটি কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে।

রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে উত্তর জোনের ডিসি বিধান ত্রিপুরা বলেন, ভবনের লিফট ছিঁড়েই এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। এর আগে ২০১৪ সালেও এ ভবনে আগুন লেগেছিল।

এদিকে, আজকের ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোজাম্মেল হককে প্রধান করে একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে বলে তিনি নিজেই জানান। কমিটি তদন্তের মধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খোঁজে বের করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451