লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউপির কালুপুর দরগা
শরীফ ইসলামীয়া দাখিল মাদ্রাসায় জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ
ভাবে পাঠদান চলছে। ওই প্রতিষ্ঠাণে উপরে জরাজীর্ণ কাঠ ও টিন থাকলেও
চারপাশে নেই বেড়া। ফলে সামান্য বৃষ্টিতে মাদ্রাসা মেঝেতে পানি জমে
কাদাযুক্ত হয়ে পড়ে। শিক্ষার্থীদের চাহিদামত শ্রেণী কক্ষ না থাকায় মাঝেমধ্যে
শিক্ষার্থীরা খোলা আকাশে বসে পাঠদান করে শিক্ষকগণ। মাসুদ আলম ও সেলিম
মিয়া জানান গত প্রায় একযুগও অত্র প্রতিষ্ঠাণে সরকারের কোন উন্নয়ণে
ছোঁয়া লাগেনি। মাদ্রাসা অবকাঠামো উন্নয়ন ছাড়াও মাদ্রাসা আসা-
যাওয়া কাঁচা সড়ক গুলো ভোগান্তির কমতি নেই। কালুপুর হতে ফতেহপুর প্রায়
দেড় কিলোমিটার এবং কালুপুর থেকে কামার হাটঁ কাঁচা সড়কে বেহালদশা।
সামাণ্য বৃষ্টিতে সড়কে হাঁটু পর্যন্ত কাঁদা মাটি এবং মাদ্রাসা ভবনেও
কাদাযুক্ত হয়। মাদ্রাসা সুপার আবু মোহাম্মদ ইউসুফ দেওয়ান জানান
ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে পাঠদান করলেও অত্র প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ।
প্রতিষ্ঠানের সভাপতি ইউএনও মোহাম্মদ আবু ইউসুফ জানান মাদ্রাসা অত্র
প্রতিষ্ঠানে দ্রুত ভবন বরাদ্ধ চেষ্টা চলছে।