মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান॥
নাটোরের বাগাতিপাড়ায় সাত বছর ধরে অবৈধ দখলে থাকা সরকারী
পুকুর দখলমুক্ত করছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা
খানম । ভূমি অফিস সুত্রে জানাযায়, দীর্ঘ সাত বছর ধরে
উপজেলার দয়ারামপুর বিলপাড়া এলাকায় ৩৩ শতাংশ জমিতে থাকা
খাস পুকুর অবৈধভাবে দখলে রেখে মাছ চাষ করছিল জাহিদুল নামের
এক মাছ চাষী। সম্প্রতি বিষয়টি জানতে পেরে সোমবার সকাল
সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানম নেতৃত্বে পুকুরটি
দখলমুক্ত করা হয়। এসময় পুকুরে দখলদারের চাষ করা মাছ জেলেদের
নামিয়ে তুলে নেয় ভূমি দফতর। এসময় প্রায় আড়াই মণ মাছ
জব্দকরে । জব্দকৃত মাছ পরে নিলামে বিক্রি করা হয়। এসময়
দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুব ইসলাম মিঠুসহ স্থানীয়
ব্যাক্তিবর্গ ও সুধিজন উপস্থিত ছিলেন।