বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন

‘শিল্পে গ্যাস না দিলে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ হবে না’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ১০২ বার পড়া হয়েছে

 

 

ঢাকা: জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ড. একে আবদুল মোমেন বলেছেন, গ্যাস ছাড়া শিল্প বিকাশ সম্ভব নয়। গ্যাস সংযোগ না পেলে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে না। আর এভাবে চললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেয়ার যে স্বপ্ন দেখছেন তাও পূরণ হবে না।শুক্রবার সকালে সিলেটের গোটাটিকর বিসিক শিল্পনগরীর কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। ড. একে আবদুল মোমেন আগামী সংসদ নির্বাচনে সিলেট-১ (সদর) থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন। কিছুদিন আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও এমন ইঙ্গিত দিয়েছেন। এক বছরে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে ড. একে আবদুল মোমেন আরও বলেন, সিলেটে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান গ্যাসের জন্য আটকে আছে। এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে প্রায় আড়াই হাজার লোকের কর্মসংস্থান হবে।তিনি বলেন, সরকার শিল্প খাতে গ্যাস সংযোগ দেবে এটা প্রায় নিশ্চিত। তবে তা কবে নাগাদ দেয়া হবে তা এখনও বলা যাচ্ছে না।
সিলেট থেকেই দেশের বিভিন্ন জেলায় গ্যাস সরবরাহ করা হয় উল্লেখ করে ড. একে আবদুল মোমেন বলেন, গ্যাস সংযোগের ক্ষেত্রে সিলেটকে অগ্রাধিকার দেয়া উচিত।সিলেটের মাটির নিচে প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই গ্যাস উত্তোলন করা গেলে বৃহত্তর সিলেটের শিল্প-কারখানায় গ্যাসের কোনো সমস্যা থাকবে না।
এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, ফিজা অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাবুল, বিসিক শিল্পনগরী শিল্পদ্যোক্তা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন।
সূত্র: যুগান্তর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451