রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ অপরাহ্ন

তাজরিন ট্র্যাজেডির ৪ বৎসর আশুলিয়ায় তাজরিনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও আহতদের ক্ষতিপূরন দাবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৯০ বার পড়া হয়েছে

 

আজম সরকার,আশুলিয়া থেকেঃ

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে

গতকাল বুধবার ২৪ নভেম্বর তাজরিন ট্র্যাজেডির ৪ বৎসর পূর্তি

উপলক্ষে শ্রমিক নেতারা গারমেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যনারে

নিহতদের স্মরণে এক স্মরণসভার আয়োজন করেন।

উক্ত সভায় বক্তারা শ্রমিকদের নানবিধ সমস্যা তুলে ধরেন,

বক্তারা বলেন ‘তাজরীনের অগ্নিকাণ্ডে আহত বেশিরভাগ শ্রমিক

ক্ষতিপূরণ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। মালিকপক্ষ

থেকে তারা কোনো সহায়তা পাননি। তবে সরকারের শ্রম কল্যাণ

তহবিল থেকে সহায়তা করা উচিত এসব আহত

শ্রমিকদের’।বুকভরা কান্না আর চোখে জল নেয়ে বেঁচে আছেন

তাজরীনের আহত কয়েকশ’ শ্রমিক। কিন্তু আজও জামিনে ঘুরে

বেড়াচ্ছেন তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন। তাই ক্ষোভে

ফুঁসছেন শ্রমিকপক্ষ। মালিকরা তাজরীনের অগ্নিকাণ্ডের মামলা

ধামাচাপা দিতে ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগশ্রমিক নেতাদের।

সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্তে শ্রমিক নেতারা তাজরিন

ফ্যাশনের আহত শ্রমিকদের যারা এখনো ক্ষতিপূরণ পায়নি

অবিলম্বে তাদের পাওনা পরিশোধ করতে সরকারের প্রতি আহ্বান

জানান।

স্থানীয় বাসিন্দা রফিক ইসলাম বলেন, ‘এতোগুলো মানুষ এক

বিল্ডিংয়ে পুড়ে মারা গিয়েছিলো আমাদেরই চোখের সামনে।

নিরুপায় হয়ে আমরা শুধুই দেখেছিলাম। ভবনটি দেখলেই খালি সে

রাতের কথা মনে পড়ে’।

উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন উদীচির নেত্রী শহিদুল ইসলাম,

আলম পারভেজ,জয়নাল আবেদীন, মোঃ শাজাহান,গারমেন্ট শ্রমিক

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক কাজী রুহুল আমীন

,যুগ্ম সাধারন সম্পাদক জলি আক্তার প্রচার সম্পাদক জালাল

হাওলাদার।

প্রসঙ্গতঃ ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের

তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন নিহত হন। আহত

ও দগ্ধ হন আরো দুই শতাধিক শ্রমিক।

পরদিন আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম

বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

ওই মামলায় নাশকতার পাশাপাশি অবহেলাজনিত মৃত্যুর দণ্ডবিধির

৩০৪ (ক) ধারা যুক্ত করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের

(সিআইডি) পরিদর্শক এ কে এম মহসিনুজ্জামান খান ২০১৩ সালের

২২ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিজিএম) আদালতে

তাজরীন ফ্যাশনের এমডি দেলোয়ারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

দাখিল করেন।

চার্জশিটভুক্ত বাকি আসামিরা হলেন – তাজরীন ফ্যাশনের

চেয়ারম্যান মাহমুদা আকতার, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর

ইনচার্জ হামিদুল ইসলাম, আনিসুর রহমান, সিকিউরিটি গার্ড রানা

ওরফে আনারুল, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, স্টোর

ইনচার্জ আল-আমিন ও লোডার শামীম মিয়া।

২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন

করেন ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451