বুধবার, ০১ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ময়মনসিংহে স্কুলছাত্র হত্যায় দুই সহপাঠী গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি,

ময়মনসিংহ ছুরিকাঘাতে নবম শ্রেণির এক ছাত্রকে হত্যার ঘটনায় তার দুই সহপাঠীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৪-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া দুজন হলো- সোহানুর রহমান সোহান ও সাকিবুল হাসান।

র‍্যাব ১৪-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক বলেন, সোহান নিহত রাশেদুজ্জামান লিয়নকে ডেকে নেয় স্কুল ফটকের পাশে লিটনের চায়ের দোকানে। এ সময় তার সঙ্গে ছিল মো. নাঈম, সাকিবুল হাসান ও জয়সহ চার সহপাঠী। সেখানে পৌঁছানো মাত্র আরো কয়েকজন মিলে কথা কাটাকাটি ও বেদম মারপিট করে লিয়নকে। একপর্যায়ে নাঈম তার হাতে থাকা ছুরি দিয়ে লিয়নের পিঠে আঘাত করে। পরে হাসাপতালে মারা যায় লিয়ন।

লিয়ন হত্যার ঘটনায় তার মা রাশেদা বেগম গতকাল মঙ্গলবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে মামলা করেন। মামলা গ্রেপ্তার হওয়া দুজনসহ চারজনকে আসামি করা হয়। অন্য দুই আসামি নাঈম ও জয় পলাতক।

লিয়ন হত্যার প্রতিবাদে আজ সকালে স্কুলের সামনে যানবাহন ভাঙচুর করে সহপাঠীরা।

এদিকে, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, মূলত দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে লিয়নের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে সম্ভবত অন্য সহপাঠীদের সঙ্গে বিরোধ ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451