নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটনের প্রাণকেন্দ্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। তাঁরা দলবদ্ধ হয়ে ট্রাম্প টাওয়ারের সামনে যান। অন্যদিকে, ম্যানহাটনের একটি পার্কে জড়ো হন ট্রাম্পবিরোধী শত শত মানুষ। তাঁদের কয়েকজনের মুখে স্লোগান ছিল, ‘আমার প্রেসিডেন্ট নয়।’ ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনে জড়ো হন প্রায় দুই হাজার লোক। তাঁদের কারো কারো মুখে ছিল ‘ট্রাম্প নয়! কেকেকে নয়! বর্ণবাদমুক্ত যুক্তরাষ্ট্র’ স্লোগান।
বিক্ষোভের সময় কিছু রাস্তা বন্ধ করে দেয় শিকাগোর পুলিশ। তবে কোনো সংঘর্ষ বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
শিকাগোর ২২ বছর বয়সী যুবক আদ্রিয়ানা রিজ্জো রয়টার্সকে বলেন, ‘এ দেশে যা ঘটছে, তা নিয়ে আমি আতঙ্কিত।’
ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে ফিলাডেলফিয়া, বোস্টন, সিয়াটল ও ওরেগনে। এ ছাড়া সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস ও ওকল্যান্ডে সমাবেশের পরিকল্পনা করেছেন কিছু সংগঠক।