ভোট জালিয়াতি হবে এমন দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অথচ তাঁরই সমর্থক ভোট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে আগাম ভোটে জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের এক নারী সমর্থক। ২০১৬ সালের মার্কিন নির্বাচনের এটিই প্রথম জালিয়াতির ঘটনা।
জালিয়াতিতে অভিযুক্ত টেরি রোট (৫৫)রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীকে দুবার ভোট দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার আইওয়ার রাজধানী দেস মইনেসের দুটি পৃথক ভোটকেন্দ্রে তিনি এই প্রচেষ্টা চালান। ওই দিন টেরি রোট প্রথম ভোট দেন পল্ক কাউন্টির নির্বাচনী কার্যালয়ে। এর কিছুক্ষণ পরই তিনি কাউন্টির অপর একটি ভোটকেন্দ্রে যান এবং আবার ট্রাম্পকে ভোট দেন।
মার্কিন সংবাদমাধ্যম এনওয়াইডেইলিনিউজ জানিয়েছে, টেরি রোটে ‘ক্লাস ডি’ মাত্রার অপরাধে অভিযুক্ত হয়েছেন। এই অপরাধে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
পল্ক কাউন্টির রেকর্ড সূত্রে জানা গেছে, টেরি রোটেকে প্রথমে সেখানকার কারাগারে নেওয়া হয়। পরে পাঁচ হাজার মার্কিন ডলারে জামিনে মুক্তি দেওয়া হয়।
টেরি রোটের জালিয়াতির অভিযোগ এমন সময়ে এলো, যখন নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই দাবিতে তিনি শুধু জয়ী হলেই ফল মেনে নেবেন বলে জানিয়েছেন।
এমন পরিপ্রেক্ষিতে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সহিংসতার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।