সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নাটোরের লালপুরের সোহেল রানা পেয়ারা চাষ করে স্বাবলম্বী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ২৩২ বার পড়া হয়েছে

 

 

 

 

 

 

মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,

নাটোরের লালপুর উপজেলার চকনাজিপুর গ্রামের সোহেলার রানা নামক

এক যুবক পেয়ারা বাগানের চাষ করে আর্থিক ভাবে স¦াবলম্বী । সে

এখন একজন সফল পেয়ারা চাষী । ৮ সেপ্টেম্বর শনিবার সকালে সরজমিনে ,

চকনাজিপুর গ্রামের মৃত্যু আসাদুজ্জামানের ছেলে সোহেল রানা ২০১৩

ইং সালে নিজের মাত্র ২ বিঘা জমি নিয়ে পেয়ারা বাগানের চাষ শুরু করে।

প্রথম বৎসরে তার ২ বিঘা পেয়ারা বগানের জমিতে ১ লাখ ৩০ হাজার

টাকা খরচ হয় । এক বৎসর পেয়ারা বাগানের চাষ করে কোন প্রকার

মুনাফাই আসেনি । দ্বিতীয় বৎসর পেয়ারা চাষ করে, সব খরচ বাদ দিয়ে,

পাইকারী বিক্রয় করে ২ লাখ টাকা লাভ হয় । তাকে আর পিছনে ফিরতে

হয়নি । শুরু হয় সামনের দিকে এগিয়ে চলার যুদ্ধ । বর্তমানে তার নিজের

জমি ৮ বিঘা । আর লিজ জমি ৮৭ বিঘা। মোট ৯৫ বিঘা জমিতে সে

পেয়ারা চাষ করছে । তার বাগানে পেয়ারা উঠানোর জন্য ৪০ থেকে ৫০ জন

দিনমুজুর লাগে । বাগান থেকে প্রতি বিঘা জমিতে ৫০- ৬০ মন

পেয়ারা উঠানো হয় । এতে প্রতি বিঘা পেয়ারা চাষ করতে ৬০ হাজার

টাকা খরচ হয় । সব খরচ বাদ দিয়ে বৎসর শেষে পেয়ারা বিক্রয় করে প্রতি

বিঘা জমিতে ১ লাখ টাকা করে লাভ হচ্ছে । তার পেয়ারা বাগানের চাষ

দেখে, এলাকার বেকার যুবকরা পেয়ারা চাষে এগিয়ে আসছে । সোহেল

রানা এখন একজন সফল পেয়ারা চাষী ও আর্থিক স্বাবলম্বী ।

 

2

 

 

এব্যপারে

সোহেল রানা বলেন, প্রথমে ২ বিঘা নিজের জমিতে পেয়ারা বাগানের

চাষ করি । প্রথম বৎসরে কোন প্রকার মুনাফা পায়নি । মন খারাপ হয়ে

যায় । ধর্য্য সহকারে পেয়ারা গাছের যতন্ন নিতে থাকি । পরের বৎসর

গাছে পেয়ারা আসে । সব খরচ বাদ দিয়ে ২ লাখ টাকা আমার লাভ হয় ।

বর্তমানে আমার নিজের ৮ বিঘা ও লিজ নেওয়া ৮৭ বিঘা জমি আছে।

মোট জমির পরিমান ৯৫ বিঘা। খরচ বাদ দিয়ে আমার প্রতি বিঘা

জমিতে ১ লাখ টাকা করে লাভ থাকে । আমি এখন একজন সফল পেয়ারা

চাষী এবং আর্থিক ভাবে স্বালম্বী । এব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা

হাবিবুল ইসলাম খাঁন বলেন, সোহেল পেয়ারা চাষ করছে এটি ভালো

উদ্দ্যোগ । পেয়ারা চাষ লাভ জনক ফসল । তার পেয়ারা চাষ দেখে, এলাকার

বেকার যুবকরা পেয়ারা চাষে এগিয়ে আসছে । এতে এলাকা বেকার

সম্যসা দুর হচ্ছে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451