মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বরগুনার নদীভাঙন রোধে আমতলীতে ৭৫১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
বরগুনার আমতলী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াল পায়রা (বুড়িশ্বর) নদীর ভাঙন থেকে আমতলীকে রক্ষায় ৭৫১ কোটি ২৮ লক্ষ ৭১ হাজার টাকার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের মধ্যে রয়েছে শহররক্ষা বাঁধ নির্মাণ, ব্লক বসানো ও জলাবদ্ধ চাওড়া খালের পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষে পুন খনন, কচুরিপানা পরিস্কার ও স্লুইসগেট নির্মাণ।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451