শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আশুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ২৪৯ বার পড়া হয়েছে

মোঃ ফরহাদ হোসেন,স্টাফ রিপোর্টার: আশুলিয়ার জামগড়ার চিত্রশাইলে হাজ¦ী ইউনুস আলী স্কুল এ্যান্ড কলেজ মাঠে হ্যাপী জেনারেল হসপিটালের নিজস্ব উদ্যেগে সম্পূর্ন ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচী উদ্ধোধন করা হয়।

হ্যাপী জেনারেল হসপিটালের চেয়ারম্যান ডাঃ রাশিদা বিনতে রিয়াজ হ্যাপী এই কর্মসুচীর উদ্ধোধন করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন( বাংলা টিভি) আশুলিয়া প্রতিনিধি খন্দকার আলমগীর হোসেন নীরব।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হোসেন ,জেনারেল ম্যানেজার মোঃ মুকুল হোসেন ভাষানী , মার্কেটিং ম্যানেজার মোঃ শিপন আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল থেকে দিনব্যাপী এই কর্মসুচী চলে। বিপুল সংখ্যক নারী ও শিশুর সমাগম ঘটে। প্রায় পাঁচ শত গরীব রোগীর মাঝে সমপূর্ন ফ্রি ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে হ্যাপী জেনারেল হসপিটালের চেয়ারম্যান ডাঃ রাশিদা বিনতে রিয়াজ হ্যাপী বলেন,

কক্সবাজার রোহিঙ্গা শিবির,সিরাজগজ্ঞ, গাজীপুর ঢাকার বিভিন্ন অবহেলিত এলাকা ও আশুলিয়ার বিভিন্নস্থানে আমরা এই ফ্রি স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। একেবারে সমাজের তৃণমূল পর্যায়ে যারা টাকার অভাবে ঔষধ কিনতে পারে না তাদের জন্য মূলত আমার এই ক্ষুদ্র প্রয়াস মাত্র।

ভবিষ্যতে ও এই ধারা অব্যাহত থাকবে বলে ও তিনি ঘোষণা দেন।বাংলা টিভিকে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানান।বস্তুনিষ্ঠ ও সৃজনশীল সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাংলা টিভি একধাপ এগিয়ে আছে বলে ও তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451