মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘অন্তর থেকে দোয়া করি’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ২৯৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ঃ

গাজীপুর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র মো. জাহাঙ্গীর আলম যান হাসান উদ্দিন সরকারের কাছে। দেখা হতেই একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। একজন আরেকজনকে মিষ্টি খাইয়ে দেন। এরই এক পর্যায়ে জাহাঙ্গীরের মাথায় হাত রাখেন হাসান সরকার। তারপর বলেন, ‘অন্তর থেকে আশীর্বাদ করি।’

গত ২৬ জুন অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে পরাজিত করেন। জয়ী হওয়ার পর আজ বুধবার হাসান সরকারের সঙ্গে দেখা করতে যান জাহাঙ্গীর আলম।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীর আলম হাসান উদ্দিন সরকার প্রতিষ্ঠিত টঙ্গীর মরহুম আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে যান।

 

জাহাঙ্গীর আলম ও হাসান উদ্দিন সরকার দুজনের সঙ্গে দেখা হতেই একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে তাঁরা একে অপরকে মিষ্টিমুখ করান। আর হাসান উদ্দিন সরকার সবাইকে সেমাই খাওয়ান।

এ সময় আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘দায়িত্ব পালনের সময় হাসান উদ্দিন সরকারের পরামর্শ ও সহযোগিতা কামনা করব। সকলে মিলেমিশে এ নগরীর উন্নয়নে কাজ করব। এলাকার উন্নয়নে সকলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এক সঙ্গে মিলেমিশে উন্নয়ন কাজ করে যাব। সবার সহযোগিতায় একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। নগরীতে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখব।’

পরে হাসান উদ্দিন সরকার নব নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচনের আগে জনগণকে যে ওয়াদা দিয়ে ছিলে তা যেন বাস্তবায়ন করা হয়।’ তিনি জাহাঙ্গীর আলমের সকল ভালো কাজে সহযোগিতার আশ্বাস দেন।

হাসান সরকার বলেন, ‘গাজীপুর শিক্ষায় পিছিয়ে ছিল।’ তিনি আরো বলেন, ‘গাজীপুরের জনগণকে শিক্ষিত করার জন্য অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি।’ নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি লক্ষ রাখার জন্য নবনির্বাচিত মেয়রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয় দৃষ্টিভঙ্গিতে না দেখে মেধা ও যোগ্যতার দিকটি লক্ষ রাখতে হবে। শিক্ষা ব্যবস্থায় যেন প্রতিভাকে মূল্যায়ন করা হয়।’

এ সময় হাসান উদ্দিন সরকার বলেন, ‘প্রশাসন ও রাজনৈতিক নেতারা যদি এক সঙ্গে কাজ করে, তাহলে যানজটের দুর্ভোগ থেকে নগরবাসীকে রক্ষা করা সম্ভব। নগরীর আইনশৃঙ্খলা ও শিক্ষার ব্যাপারে সব সময় সহযোগিতা করে যাব।’

গত ২৬ জুন অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম পান চার লাখ ১০ ভোট। অন্যদিকে বিএনপির হাসান উদ্দিন সরকার পান এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451