মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জননেত্রী শেখ হাসিনার সরকার দরিদধ জনগোষ্ঠিসহ প্রতিবন্ধীদের সব ধরনের সুযোগ্লসুবিধা নিশ্চিত করেছেন।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

মিষ্টার আলী মিলন,ব ̧ড়া জেলা প্রতিনিধিঃ ব ̧ড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক

মঞ্জুরুল আলম মোহন বলেছেন,জননেত্রী শেখ হাসিনার সরকার দরিদধ জনগোষ্ঠিসহ

প্রতিবন্ধীদের সব ধরনের সুযোগ্লসুবিধা নিশ্চিত করেছেন। একজন নাগরিক হিসেবে

প্রতে ̈ক প্রতিবন্ধী ব ̈৩িকে পরিচয়পত্রও দেয়া হচ্ছে। দরিদধ ও অসহায় মানুষের কল ̈ানে

বর্তমান সরকারের পদক্ষেপ যুগান্তকারী। বয় ̄‹ ভাতা, বিধবা ভাতা প্রদান, ভিজিডি,

ভিজিএফ কার্ডসহ দরিদধদের ̄^নির্ভর করতে বিভিন্ন কর্মসূচী বা ̄Íবায়ন হচ্ছে।

বর্তমান সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ ̈মে ক ̈ান্সারসহ জটিল রোগে আμান্তদের

সহযোগিতা করছে। একই সাথে নাপিত, হরিজন ও পাদুকা শধমিকদেরও আর্থিক সহায়তা

প্রদানের উদে ̈াগ নিয়েছে সরকার। তিনি আরো বলেন, সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ ̈

দিয়ে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। সকল শেধণী পেশার মানুষের আর্থিক

সক্ষমতা বেড়েছে। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্র ̄’ করতে একটি বিশেষ মহল

অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা ইসলাম ধর্মের নামে অপব ̈াখা দিয়ে সন্ত্রাস ও জ১⁄২ীবাদী

কর্মকান্ডে লিপ্ত হয়েছে। এদের বিরুদ্ধে সকল শেধণী পেশার মানুষদের রুখে দাঁড়াতে হবে।

ব১⁄২বন্ধুর ̄^প্নের সোনার বাংলা গঠনের লক্ষে ̈ তিনি সকলকে একসাথে কাজ করার আহবান

জানান। তিনি শনিবার বেলা ১১টায় শহরের চারমাথায় নতুন প্রাপ্ত বয় ̄‹ ভাতা, বিধবা ভাতা

ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির ব৩বে ̈ কথা ̧লো বলেন। ব ̧ড়া

পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের উদে ̈াগে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন

সমাজসেবা কার্যালয় ব ̧ড়ার উপ্লপরিচালক সহিদুল ইসলাম খাঁন, শহর সমাজসেবা

কর্মকর্তা কামরুল হাসান সরকার। উপি ̄’ত ছিলেন,আ’লীগনেতা শাহিদুল ইসলাম রতন,

পিলু সরদার, নুর আমিন, যাদু সরকার, জিয়াদ সরকার প্রমুখ। অনুষ্ঠানে ১৫ নং ওয়ার্ডের

নতুন প্রাপ্ত বয় ̄‹ ভাতা,বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451