সোমবার, ২০ মে ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

শৈলকুপায় রাজাকার-আলবদরের বিচারের দাবীতে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজাকার ও আলবদরের বিচারের দাবীতে

ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে

কবিরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথার সভাপতিত্বে

মানববন্ধন কর্মসূচীতে উপজেলার সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যেসব রাজাকার

ও আলবদররা মানববতা বিরোধী অপরাধে জড়িত ছিলো তাদের আইনের আওতায়

এনে দ্রুত বিচার হওয়া দরকার। সেই সাথে মুক্তিযোদ্ধাদের গেজেট থেকে

রাজাকার ও আলবদরদের নাম বাদ দিতে হবে। যেসকল ভূয়া মুক্তিযোদ্ধারা

ইতোমধ্যে তালিকা থেকে বাদ পড়েছে ও বেতন ভাতা বন্ধ হয়েছে তাদের নাম

রাজাকারের তালিকায় লিপিবদ্ধ করার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451