রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজ মাই টিভি’র জন্মদিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭
  • ৩৭৬ বার পড়া হয়েছে

আজ ১৫ এপ্রিল অষ্টম বছরে পা রাখলো বেসরকারি চ্যানেল মাই টিভি। ২০১০ সালে ১৫এপ্রিল সৃষ্টিতে বিস্ময় শ্লোগানে মুক্তিযুদ্ধের চেতনায় গ্রাম বাংলার ঐতিহ্য, কৃষ্টি  এবং বাংলা ও বাঙলীর শেকড় সংস্কৃতি  নিয়ে মাই টিভি যাত্রা শুরু হয়। গেল সাত বছরে নিজেদের ভিন্নধর্মী অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক হৃদয় জয় করতে সক্ষম হয়েছে চ্যানেলটি।

অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে তথা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি দর্শকদের উপভোগের জন্য মাই টিভি দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।

এদিকে রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে মাই টিভি’র অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মাই টিভি’র চেয়ারম্যান ও  ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসির উদ্দিন সাথী, মাই টিভি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাবা আসপিয়া উদ্দিন, মাই টিভি’র পরিচালক জনাব তৌহিদ আফ্রিদি , উপদেষ্টা প্রশাসন, মাই টিভি’র পরিচালক (বিপণন) জনাবা সুলতানা রাজিয়া শিখা, বার্তা ও সম্প্রচার বিভাগের পরিচালক জনাব জেকের উদ্দিন সম্রাট ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জিএম মাই টিভি জনাব আশরাফুল ইসলাম, জিএম মার্কেটিং জনাব হাসান ইমাম,  এজিএম সম্প্রচার জনাব রুহুল কুদ্দুস মণ্ডলসহ মাই টিভি’র পরিবারের সকল সদস্যরা বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিদের আগমনে মুখর ছিল মাই টিভির মূল সম্প্রচার ভবন।
মাই টিভির রামপুরা কার্যালয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে শুভেচ্ছা বিনিময় পর্ব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451