সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বৃষ্টির কল্যাণে ঢাকার বাতাসের মান উন্নয়ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৩৯০ বার পড়া হয়েছে
বৃষ্টির কল্যাণে ঢাকার বাতাসের মান উন্নয়ন

অনলাইন ডেস্কঃ

মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানা ঝড়-বৃষ্টির কল্যাণে রাজধানী ঢাকার বায়ুর মানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। খবর ইউএনবিরএয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সন্ধ্যা ৭টা ২ মিনিটে ৮২ স্কোর অর্জন করে ২২তম অবস্থানে উঠে এসেছে ঢাকা।

যা বাতাসের মান সহনীয় থাকার ইঙ্গিত দিচ্ছে।১৫৩ স্কোর পেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় প্রথমে রয়েছে দিল্লি। এর পরে আছে ব্রাসেলস ও চিয়াঙ মাই।প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

একিউআই সূচকে ৫১ থেকে ১০০ স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান গ্রহণযোগ্য।ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। গ্রীষ্মকালে শহরটিতে বায়ু দূষণ চরমে উঠলেও বর্ষায় অবস্থার উন্নতি দেখা যায়।মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে কালবৈশাখী ঝড় আঘাত হানে। এ সময় বাতাসের তীব্রতা ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী এক ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451