সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা টানা খেলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৩৪৮ বার পড়া হয়েছে

 

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো ওঝা কবিরাজদের তন্ত্রে-মন্ত্রের বাহাদুরী প্রমানের ঐতিহ্যবাহী (হাত)‘পাতাটানা’ খেলা।
গতকাল শনিবার বিকেল ৫টায় পৌর এলাকার বারোকোনা গ্রামে ঐ এলাকাবাসীর উদ্যোগে এ পাতা খেলা অনুষ্ঠিত হয়।
পাতা টানা খেলা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত মানুষের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। খেলার মাঠের মধ্যে থাকা ৮/ ১০ জন পাতা কে ওঝা ও কবিরাজরা নিজ নিজ তন্ত্র মন্ত্রের ক্ষমতা দিয়ে বশ করার চেষ্টা চলতে থাকে। এ জন্য ওঝা কবিরাজগণ সঙ্গে এনেছিল কলাগাছ, গোলাপ ফুল,জবা ফুল, ধূপ, আগরবাতি, মোমবাতি বিভিন্ন প্রকার গাছের শিকর বাকড় ও মাথা ভর্তি তন্ত্র মন্ত্র। খেলা শুরুর পর দেখা যায়- ওঝা ও কবিরাজগণ মন্ত্রের সাহায্যে মাঠের মধ্যে থাকা পাতাদের নিজের কাছে টেনে নিয়ে দাগের বাহিরে নিয়ে আসে। এভাবে কয়েক ঘণ্টা চলে এ পাতা টানা খেলা প্রতিযোগিতা। যে ওঝা ও কবিরাজ মন্ত্রের সাহায্যে বেশি পাতা দাগের বাহিরে নিয়ে আসবে ও বশ করতে পারবে সেই ওঝা, কবিরাজ জয়লাভ করবে বলে জানান তারা।
বারোকোনা গ্রামের মজিবর জানান, অনেক দিন ধরে গ্রামবাংলার এ ঐতিহ্যবাহী পাতা খেলা হয়ে আসছে। পাতা খেলা এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খেলা। প্রাচীন আমল থেকে এই খেলার প্রচলন ছিল। গ্রাম এলাকার লোকজনকে সুস্থ্য বিনোদন দিতে এ খেলাটির বিকল্প নাই। ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে হলে প্রতিবছর এলাকাবাসীর উদ্যোগ নেয়া প্রয়োজন। খেলা চলাকালীন সময় উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451