রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর ২০তম বার্ষিক সাধারণ সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৩১৮ বার পড়া হয়েছে
এম জে এল বাংলাদেশের ২০তম বার্ষিক সাধারণ সভা

রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন অডিটোরিয়ামে (কেআইবি) বৃহস্পতিবার সকালে এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান আবু হেনা মোঃ রাহমাতুল মুনিম। সভায় আরও উপস্থিত ছিলেন এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী।এছাড়া এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর অন্যান্য পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুঈদ চৌধুরী, মো. আমিনুর রহমান, তাঞ্জিল চৌধুরী, গিয়াস উদ্দীন আনসারিসহ এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর স্বাধীন পরিচালক কিউ এম শরিফুল আলা ও স্বাধীন পরিচালক ড. ইজাজ হোসেন। এছাড়াও এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর সিইও, সিএফও, কোম্পানি সেক্রেটারি এবং শেয়ারহোল্ডারগণ সভায় উপস্থিত ছিলেন। এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান এসময় বলেন, ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত ১ বছরে এম জে এল বাংলাদেশ লিমিটেড-এর সমন্বিত সর্বমোট বিক্রয় ১৭,৫১৬ মিলিয়ন টাকা এবং সমন্বিত নিট লাভ ২,২৯৪ মিলিয়ন টাকা। পরিশেষে শেয়ারহোল্ডারগণ ৪৫% নগদ লভ্যাংশ এবং ৫% বোনাস শেয়ার অনুমোদন করেছেন। কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দ সকলেই শেয়ারহোল্ডারবৃন্দ এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

r

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451