শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

রামগঞ্জে বিএনপি নেতা সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া আর নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

জাকির পাটোয়ারী,রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুর-১ রামগঞ্জ

আসনের সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া

(৬৩) আর বেঁচে নেই। শুক্রবার থাইল্যান্ড রাজধানী ব্যাংকক

বামরুলগ্রাদ হাসপাতালে আইসিইউতেচিকিৎসাধীন অবস্থায়

তাঁর মৃত্যু হয়। তিনি গত প্রায় ৫বছর যাবত

ক্যান্সার,কিডনী,ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। জিয়াউল

হক জিয়ার মৃত্যুর সংবাদে উপজেলা ব্যাপী জনগণের মাঝে শোকের

মাতাম বয়েছে। মরহুম জিয়াউল হক জিয়া বিএনপি কেন্দ্রীয়

কমিটিতে এক যুগধরে গণশিক্ষা বিষয়ক সম্পাদক,বিএনপি

মনোনয়ন নিয়ে ৩বার এমপি নির্বাচিত হয়। ২০০১ সালে

বিএনপি-জামাত রাষ্টীয় ক্ষমতা আসার মন্ত্রী সভায় এলজিআরডি

প্রতিমন্ত্রী পদে দায়িত্ব পালন করে।ওয়ান ইলেভেন শুরুতে একাধিক

মামলায় জিয়াউল হক জিয়া দেশের বাহিরে পলাতক ছিলেন। এ

সময়ে তিনি বিনেপি সংস্কারপন্থী থাকায় তাঁকে দল থেকে

বহিস্কার করা হয়। গত ২০০৮ সালে দেশে এসে তিনি র‌্যাবের কাছে

আটক হয়ে প্রায় ৬মাসে জেল থাকার পর জামিনে মুক্ত হয়।

জিয়াউল হক জিয়া ১৯৮৬ সালে জাসদ থেকে বিএনপিতে

যোগদান করে। তিনি বিএনপি রাজনীতি স্বক্রীয় হওয়ার আগে

পূর্বালী ব্যাংকে কর্মরত ছিলেন। বাংলাদেশ পূর্বালী ব্যাংক

কর্মচারী পরিষদের চেয়ারম্যানও ছিলেন। তিনি ১৯৫৩ সালের ১১ই

মার্চ উপজেলার কেথুড়ী গ্রামে জন্ম গস্খহন করে। মৃত্যকালে

তিনি স্ত্রী,১পুত্র,১মেয়ে সহ বহু গুন গ্রাহী রেখে যান। তাঁর মৃত্যু

সংবাদে উপজেলার হাজার জনতা কান্নায় ভেঙ্গে পড়ে। জিয়াউল হক

জিয়াকে আধূনিক রামগঞ্জের রুপকার হিসেবে পরিচিতি

ছিলেন। মরহুমের মৃত্যুতে উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব

মোহাম্মদ শাহজান, বিএনপি সাধারন সম্পাদক বাহার ভিপি

গভীর শোক ও শোকাহত পরিবার প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451