একে.এম নাজিম, হাটহাজারীঃ দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক
মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত হাটহাজারী, রাউজান ও
ফটিকছড়ি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ‘হালদা’ নদী। হালদা নদী
ও হালদা পাড়ের ডিম সংগ্রহকারী জেলে এবং এর আশপাশের অন্যান্য
পেশার মানুষের জীবনবৈচিত্র নিয়ে নাট্যকার ও অভিনেতা তৌকির
আহমদ ‘হালদা’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। এটি
পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য করছেন তৌকির আহমদ নিজেই।
তৌকিরের হালদা ছবিতে এবারই প্রথম অভিনয় করছেন নুসরাত
ইমরোজ তিশা। তাই নির্মাতা হিসেবে তৌকির আহমেদকে এবার
হয়তো একটু বেশিই চাপ নিতে হবে। এছাড়া ‘হালদা’ ছবির
প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন তিশাসহ জাহিদ হাসান,
মোশাররফ করিম। আরো অভিনয় করছেন রুনা খান, ফজলুর রহমান
বাবু, দিলারা জামান, শাহেদ আলী প্রমুখ।
এদিকে হালদা নদীর পাড়ে শুটিং চলাকালে তিশা বলেন, তৌকির ভায়ের
এই ‘হালদা’ ছবিটির কাহিনী আমার অনেক ভালো লেগেছে।
আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে। সত্যি বলতে কী, তৌকির
ভাইয়ের কাজের প্রতি আমার বিশ্বাস ছিলো এবং আছে।
নির্মাতা হিসেবে তিনি সেই বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত
করতে পেরেছেন। আমার বিশ্বাস এই ছবিটি ভালো হবে। আমি
চেষ্টা করছি আমার অভিনীত চরিত্রটি সুন্দর করে তুলে ধরতে।
সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর থেকে ‘হালদা’ নামে ছবিটির
শুটিং হালদা নদীর হাটহাজারী, রাউজান উপজেলার বিভিন্ন স্পটে
শুরু হয়েছে। শুটিং দেখার জন্য প্রতিদিন দুই উপজেলা থেকে শত শত
লোকজন ভিড় করছে হালদা নদীর তীরে।
হালদা নিয়ে তৌকির আহমদ বলেন, হালদা নদীটি এ দেশের
ঐতিহ্যবাহী একটি বিষয়। এর কথা দেশের অনেকেই জানে না। এটা
অনেকেই জানেন না যে এই নদীতে প্রাকৃতিকভাবে মা মাছ
ডিম ছাড়ে। নদীদূষণ, নদী দখল- নানা কারণে নদীটি এখন পিছিয়ে
রয়েছে। এইসব ফুটে উঠবে ‘হালদা’ নামে ছবিটিতে।