ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এলাকায় বাসের ধাক্কায়
এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম
জানা যায়নি।
স্থানীয়রা সাংবাদিককে জানিয়েছেন, দুপুরে খালিশপুর এলাকায়
রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিলে
তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এস এম
রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।