ঝিনাইদহ প্রতিনিধিঃ
৪৫তম জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে
কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয়
চ্যাম্পিয়ন হওয়ায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাদের সংবর্ধনা
দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ
সদস্য আনোয়ারুল আজীম আনার।
ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে বিশেষ
অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) শাহানাজ পারভীন,
কালীগঞ্জ পৌরসভার মেয়র মকছেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার
রহমান মতি, শাহনাজ পারভীন,প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, নলডাঙ্গা
ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন
তোতা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন
সোহেল,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেন,কালীগঞ্জ ক্রীড়া
সংস্থার সভাপতি অজিত ভট্রাচার্য,সাধারণ সম্পাদক লুৎফর রহমান
লাড্ডু,বিশিষ্ট সুধীজন ও শহরের বিশিষ্ট্য ব্যক্তিরা সহ শিক্ষকরা প্রমুখ।
এর আগে জাতীয় চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে উপজেলার বিভিন্নস্কুল
কলেজের শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।