অনুভুতি-
জামাল উদ্দিন জীবন
অনুভুতি মানে কি তাকে জিঞ্জাসা করে দেখুন
যে ক্ষুধার জ্বালায় নিরবে কেঁদেছে অনেকবার !
সম্মান জিনিসটা তারকাছে জানুন
যে অপমানিত হয়েছে বার বার !
জয়ের আনন্দ কেমন তাকে জিঞ্জাসা করুন
যে পরাজিত হয়েছে অনেক বার !
আত্মীয় কাকে বলে তাকে জিঞ্জাসা করুন
যে তার চরম বিপদে সুপরিচিত
মুখ গুলোকে খুঁজে পায়নি !
স্বপ্নসত্যি হওয়ার আনন্দ কেমন
তাকে জিঞ্জাসা করুন
স্বপ্ন ভাঙার কষ্টে যে ঘুমাতে পারেনি অনেক রাত !
জীবন তার কাছেই রঙিন
যে এই সবের কোনো কিছুরই মুখোমুখি হয়নি !
মানব জীবনউপভোগের ক্ষেত্র না!
শিক্ষা অর্জনের একটা বিরাট পাঠশালা।