জাহিদ হাসান ( জামালপুর প্রতিনিধি)
উন্নয়নের নতুন মডেল নতুন জীবন কমিউনিটি সোসাইটি। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সহায়তায় গঠিত জামালপুর নতুন জীবন কমিউনিটি সোসাইটি জেলা কমিটির সাধারণ সভা মঙ্গলবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি সাবিনা বেগম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম, এসডিএফ এর আরএম-সিএফ আসাদুর ইসলাম খন্দকার, আরএম-ওয়াইএন শহিদুল ইসলাম, ডিও-সিএফ শামছুল আলম, ডিও-সিবি আশরাফুল আলম, ডিও-এলএইচ ডা. রুকুনুজ্জামান, নতুন জীবন জেলা কমিটির ব্যবস্থাপক সোমাদেব প্রমুখ।
সভায় ক্লাস্টার সোসাইটির অগ্রগতি, আইডিএফ দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়করণ, এফডিআরকরণ, কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া গ্রামগুলো নিয়ে আলোচনা, আয়-ব্যায়ের হিসাব অনুমোদনসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানা গেছে, নারীর ক্ষমতায়ন এবং আত্মনির্ভরশীল হিসেবে সমাজে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এসডিএফ এর আর্থিক ও কারিগরী সহায়তায় জামালপুর জেলা ১৬টি ক্লাস্টারের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে নতুন জীবন কমিউনিটি সোসাইটি। এসডিএফ এ পর্যন্ত নতুন জীবন কমিউনিটি সোসাইটিকে ৪২ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে। অপরদিকে এই কমিটির মাধ্যমে এলাকায় দরিদ্র মানুষের উন্নয়নে ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে শতকোটি টাকার অধিক ঘূর্ণায়মান তহবিল হিসেবে খাটছে.।