ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদরের আকরাম হোসেন গত বছরের নভেম্বরে মোটরসাইকেলের
ডিজিটাল নম্বরপ্লেট (রেট্রো-রিফ্লেকটিভ নম্বার প্লেট) পান। তাতে
‘ঝিনাইদহ’ এর স্থলে ‘ঝিনাইদাহ’ লেখা ছিল।
সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জেলা কার্যালয়ে বিষয়টি জানালেও
কোনো সুরাহা হয়নি। ভুল বানানের এই নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল
চালাচ্ছেন তিনি।
এ রকম প্রায় ৭ হাজার মোটরসাইকেল মালিক নিজ জেলার ভুল বানান নিয়ে
ঘুরে বেড়াচ্ছেন। এ ছাড়া এ জেলার কিছু মোটর কার ও জিপের নম্বরপ্লেটেরও
এ রকম ভুল রয়েছে।
বিআরটিএর ঝিনাইদহ কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের শেষের দিকে
জেলায় যানবাহনে ডিজিটাল নম্বরপ্লেট লাগানোর কার্যক্রম শুরু হয়। গত
আগস্ট পর্যন্ত ৬ হাজার ৮০০ মোটরসাইকেলের ডিজিটাল নম্বরপ্লেট দেওয়া
হয়েছে।
শুরু থেকেই এসব নম্বর প্লেটে জেলার নাম ভুল বানানে লেখা ছিল। যানবাহনের
মালিকেরা বিষয়টি সংশোধন করতে চাইলেও বিআরটিএর জেলা কার্যালয়ের
কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব দেননি।
এ সম্পর্কে মোটরসাইকেল মালিক আকরাম হোসেন বলেন, ‘ভুল বানানের
নম্বরপ্লেট নিতে চাইনি। কিন্তু কর্তৃপক্ষ বলেছে, তাদের কিছুই করার নেই।
নিজ জেলার নাম ভুল লিখে ঘুরতে লজ্জা লাগে, কিšু‘ কী করব ?’
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে
জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু যাঁরা এই
প্লেট তৈরির সঙ্গে যুক্ত, তাঁরা বিষয়টি গুরুত্ব দেননি।’
এ ব্যাপারে বিআরটিএর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাশেদুজ্জামান
সাংবাদিককে বলেন, ‘এসব নম্বরপ্লেট ঢাকা থেকে তৈরি হয়ে আসে।
সেখানেই বানান ভুল হয়েছে। এটি সংশোধনের জন্য ঊর্ধ্বতন
কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।’
জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আবু
ইউসুফ মো. রেজাউর রহমান বলেন, ‘জেলার নাম ভুল লেখা ঠিক নয়।
ঝিনাইদহের প্রশাসনের অনেকগুলো গাড়িতে এ রকম ভুল রয়েছে, যা সাদা
কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিআরটিএকে জানানো
হয়েছে। শিগগির এই ভুল সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে।’