সেলিম হায়দার,তালা
তালা উত্তরণ আইডিআরটিতে সোমবার সকালে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম
অঞ্চলের জলাবদ্ধ জনগোষ্ঠীর অভিযোজনের জন্য দ্রুত পুনরুদ্ধার প্রকল্প
টিআরএম এর বর্তমান ও ভবিষ্যৎ পরিপ্রেক্ষিত বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত
হয়।
উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের
সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান
ঘোষ সনৎ কুমার,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন,পানি
উন্নয়ন বোর্ডের এসডি মোঃ আব্দুল মোতালেব, ইউএনডিপি
কর্মকর্তা মোঃ এজাবত উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার
হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম এবং কেন্দ্রীয় পানি
কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএস সফিকুল ইসলাম প্রমুখ। উত্তরণের প্রকল্প
সমন্বয়কারী হাসিনা পারভীনের পরিচালনায় সংলাপে মাল্টিমিডিয়ার মাধ্যমে
মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরণ কর্মকর্তা অধ্যাপক হাসেম আলী ফকির।