সালেকিন মিয়া সাগর:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি পানিতে ডুবে তাবাচ্ছুম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের আনন্দবাজার পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত তাবাচ্ছুম কুড়ুলগাছি আনন্দবাজার পাড়ার প্রবাসী তহির উদ্দিনের ছোট মেয়ে।
নিহতের পরিবার জানান, তাবাচ্ছুম দুপুর ১টার দিকে বাড়ির সামনে খেলতে গিয়ে পাশের
একটি ডোবায় পড়ে ডুবে যায়। পরে
শিশুটিকে অনেক খোঁজাখুঁজির করে না পেলে ১ঘন্টা পর মরাদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে। শিশুটির মর্মান্তিক মৃত্যর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাবাচ্ছুমের মৃত্যদেহ বিকাল ৫টার দিকে দাফন করা হয়।