ঝিনাইদহপ্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামিসহ ৪ ওয়ারেন্টভুক্ত মামলার আসামি কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন ¯’ানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার এএসআই ডলি রানী জানান, থানা পুলিশ বিভিন্ন ¯’ানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ও ৩৪ ধারার একজনসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে।
এদের মধ্যে থানার এএসআই তৌহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকপাড়া গ্রাম থেকে মৃত দাউদ হোসেনের ছেলে আনিসুর রহমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চেক জালিয়াতিসহ ৫ টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
এছাড়াও ত্রিলোচনপুর থেকে মহি মন্ডলের ছেলে মোহাম্মদ আলী, খামারমুন্দিয়া গ্রামের ফটিক শেখের ছেলে আব্দুল শেখ ও ৩৪ ধারায় আড়পাড়া থেকে পরিতোষ মজুমদারের ছেলে সুব্রত মজুমদারকে গ্রেফতার করেন থানার এএসআই আব্দুল গাফ্ফার।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে আনিসুর রহমানের বিরুদ্ধে ৫ টি ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে জেল-হাজতে সোপর্দ করা হয়েছে।