সালেকিন মিয়া সাগরঃ কুড়ুলগাছির মাঠাপাড়ায় করিমনের ধাক্কায় সিথি খাতুন(৫ )নামে এক শিশু কন্যা নিহত হয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি মাঠপাড়া গ্রামের লিয়াকত আলীর মেয়ে মোছাঃ সিথি খাতুন(৫) গতকাল বিকাল ৫টার দিকে বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল। হঠাৎ কুড়ুলগাছি থেকে ছেড়ে আসা হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত জামাল উদিনের ছেলে আব্দুলের করিমনের সাথে সিথি খাতুনের ধাক্কা লাগে। এতে সিথি খাতুন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় সিথি খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসা ধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্য হয়। তার মৃত্যতে গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। আজ সকালে তার দাফন সম্পূর্ন করা হবে।