“আবেদন” -বিধান চন্দ্র বর্মণ,
তুমি চাইলেই পার – এই বৃষ্টিহীন খর রৌদ্র তপ্ত শূন্য হৃদয় আমার প্লাবনে ভাসিয়ে দিতে। . মেঘের রংধনু রাঙ্গিয়ে সাতটি তারার মিছিল নিভিয়ে কিংবা, টর্নেডো – জ্বলোচ্ছাস তুলে। তুমি চাইলেই পার – এই উদাসীন পথিকের, মগ্ন নিমগ্নতার স্তুপ ভিটে পূর্ণতায় ভরিয়ে ব্যঞ্জনা দিতে। . তুমি চাইলেই পার – ঝরা শাখে ফুল ফোটাতে, যৌবনের নতুন সুরভি প্রেমের আকুতি নিভিয়ে দিতে। . অতঃপর ; তুমি চাইলেই পার – আমার হাতটি ধরতে; স্নিগ্ধতা পেতে- রোমাঞ্চিত হতে।