সাইফুল ইসলাম তালুকদারঃ
নবীগঞ্জ উপজেলায় ২০পিস ইয়াবা সহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ।
মঙ্গলবার ভোরে ১১নং গজনাইপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহা সড়কস্থ কান্দিগাঁও গ্রামের আব্দুর রশিদ মিয়ার বাড়ি থেকে ২০ পিস ইয়াবা সহ আটক করা হয় ।
আটককৃতরা নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের আব্দুর রশিদ মিয়ার ছেলে হোসাইন আহমদ ( ২৮ ) ও একই উপজেলার দেবপাড়া ইউনিয়নের মৃত হাজী আব্দুল খালেক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ( ৩৪ ) ।
গোপলার বাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কান্দিগাঁও গ্রামের আব্দুর রশিদের বাড়ি থেকে ২০ পিস ইয়াবা সহ ২জনকে আটক করা হয়।
অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান হোসাইন আহমদ ও জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত তারা এলাকার মামক ব্যবসায়ী হিসেবে পরিচিত ।
পরে তাদের বিরুদ্ধে ০৬.০৯.১৬ তারিখ পুলিশবাদী হয়ে মামলা নং ৬ দায়ের করে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে ।