সাইফুল ইসলাম তালুকদারঃ
হবিগঞ্জের বাহুবলে ৯ বছরের শিশু সুলতানাকে গণধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে হবিগঞ্জ শহরে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন তারুণ্য সোসাইটি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের প্রধান সড়কের টাউন হল এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এতে বক্তব্য দেন- বিশিষ্ট লেখক ও মানবাধিকার কর্মী তাহমিনা বেগম গিনি, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, রোটারীয়ান সৈয়দ বাকী ইকবাল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, বিশিষ্ট শিশু সংগঠক এডভোকেট বিজন বিহারী দাশ, রোটারযাক্টর সৈয়দ তারেক, ছাত্র সমন্বয় পরিষদের সভাপতি শেখ সুলতান মোঃ কাউছার, রোটারযাক্টর তরফদার মোঃ জাকারিয়া রুবেল, নাট্য কর্মী শেখ ওসমান গনী রুমি, রোটারযাক্টর সাইফুল ইসলাম, সন্ধান এর সভাপতি মাহবুবুর রহমান হাসান. হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শাহনাজ ও শিফাতুন্নেছা, তারুণ্য সোসাইটির উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পাদক রুবেল হোসেন, অর্থ সম্পাদক দেবাশীষ শুভ প্রমুখ।
বক্তারা ৯ বছরের শিশুকে গণধর্ষণের পর হত্যার বিষয়টি হবিগঞ্জবাসীর জন্য লজ্জাজনক উল্লেখ করে হত্যাকারীদের শাস্তির দাবি জানান।
তারুণ্য সোসাইটির সভাপতি আবদাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান রাকিবের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদস্য ডায়না খান, শিবা, আইজেন নিহান, রাজ, রাসেল, নিলয়, সাগর, টুটুল, রায়হান, নিসা, শাহিন, পিয়াল, আরিফ, হুমায়ন, সাইফুল প্রমুখ।