জাহিদ হাসান ( জামালপুর) প্রতিনিধি,,, জামালপুরের মাদারগঞ্জে মাদকের প্রতিবাদ কারী গরু ব্যাবসায়ী মো.আলম মিয়া গরু কেনার জন্য ফাইটার যোগে যাওয়ার পথে পথিমধ্যে কৃষ্টপুর ব্রীজের পশ্চিম পার্শ্বে স্থানে পথরোধ করে নামিয়ে লোহার রড় দিয়ে পিটিয়ে গত রোববার গুরুতর আহত করে এবং তার কোমরে গামছা দিয়ে বেধে রাখা ১লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় মাদক সেবনকারী ও ব্যাবসায়ী জুয়েলের লোকজন।
এ ঘটনায় মামলা করলে খুন জখম সহ নানা হুমকি প্রদান করেছে জুয়েলের লোকজন।পরে প্রতিবাদকারী কে গুরুতর আহতবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মামলা আমলে নেওয়ার আদালত মাদারগঞ্জ,জামালপুরে মামলা দায়ের হয়েছে।গুরুতর আহত পিতা ছাহের উদ্দিন বাদী হয়ে ৫ সেপ্টেম্বর এ মামলা করেন।মামলায় মাদারগঞ্জ উপজেলার মদন গোপাল সরকারবাড়ী গ্রামের মো.শরাফত আলীর ছেলে মো.জুয়েল কে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে।মামলা বাদী ছাহের উদ্দিন জামালপুর থেকে নিজবাড়ী ফেরার জন্য রওনা হন।পথিমধ্যে সরিষাবাড়ীর উপজেলার ভাটারা ইউপি’র কাসারুপাড়া সুফি মিয়ার পুকুর পাড়ে এলে গতকাল মঙ্গবার দুপুরে তাকে মামলা প্রত্যাহারের জন্য প্রতিপক্ষের লোকজন পথরোধ করে মারপিট করতে উদ্যত হলে দৌড়ে পালিয়ে রক্ষা পায় ছাহের উদ্দিন