ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুরের ৮৪ নং দক্ষিণ
নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও
উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে স্কুল সংলগ্ন রাজাপুর-লেবুবুনিয়া সড়কের
হাজিরহাট এলাকায় অর্ধঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির
অয়োজন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মানববন্ধনে
বক্তব্য রাখেন অভিভাবক আবুবকর আকন জালাল হাওলাদার পলি বেগম,
সেলিনা বেগম, নুপুর বেগম ও নুর জাহান প্রমুখ। মানববন্ধন
কর্মসূচিতে ওই এলাকার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও
এলাকাবাসী অংশ নেন। বক্তারা বলেন, ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক আনোয়ারা খাতুন উপবৃত্তির অর্থ কর্তন করে আত্মসাতসহ
নানা অন্যায়, অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা
শিক্ষা অফিসার এবিএম রফিকুল ইসলাম ও সহকারি শিক্ষা অফিসার
কিং ফয়সাল তদন্তে করে সত্যতা পেয়েও কোন ব্যবস্থা নিচ্ছে না।
তাই দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিও জানান বক্তারা।