ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠি পৌরসভা খেয়াঘাট ও
নলছিটিগামী নয়া রাস্তার খেয়াঘাটের ট্রলার চালকদের কাছে
দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় মরধর করা হয়েছে। ট্রলার চালকরা
বিচারের দাবীতে বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে ১০ পর্যন্ত দেড়
ঘণ্টা ধর্মঘট পালন করেছে।
মাঝি মাল্লা সমবায় সমিতির সাধারন সম্পাদক মোঃ হেমায়েত
ব্যাপারী জানান, নয়া রাস্তা মোড়ের তৈল ব্যবসায়ী মিজান দীর্ঘ
দিন ধরে সভাপতি বেলায়েত ব্যাপারীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা
দাবী করে। চাঁদার টাকা দিতে বিলম্ব হওয়ায় মঙ্গলবার রাত পৌনে ৮
টার দিকে ইজারাদার সাইদুল মাঝী, সভাপতি মোঃ বেলায়েত বেপারী
ও আমাকে (সম্পাদক হেমায়েত ব্যাপারী) মিজান আরো ৭/৮ জন
লোক নিয়ে অতর্কিত হামলা চালায়। পিটিয়ে আহত করলে সদর
হাসপাতালে চিকিৎসা নিতে আসি। এসময় মিজানের দোকান
ভাঙচুরের নাটক সাজিয়ে আমাদের নামে সদর থানায় মিথ্যা মামলা
দায়ের করে। আমরা এর বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে
দেড় ঘণ্টা ধর্মঘট পালন করি।
ধর্মঘট চলাকালীন বিপাকে পড়েন প্রতিনিয়ত চলাচলকারী
কয়েকশত যাত্রী। পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুন্নাহার বলেন, সকাল ১০ টার
মধ্যে স্কুলে উপস্থিত হতে হয়। ধর্মঘটের কারণে আটকা পড়েছি।
স্কুলে যেতে প্রায় সাড়ে ১১ টা বেঝে যাবে। অপেক্ষমান একাধিক
স্কুল শিক্ষকসহ যাত্রীরা আরো জানান, শ্রমিকদের ঘাম ঝড়ানোর
টাকায় চাদাবাজিতে ব্যর্থ হয়ে মারধর করেছে। এ জন্য মাঝি-
মাল্লারা ধর্মঘট করেছে। যে মেরেছে তার কিছু হবে কিনা জানি
না কিন্তু আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঝি মাল্লা
সমবায় সমিতির সভাপতি মোঃ বেলায়েত বেপারী জানান, চাঁদা
না দেয়ায় আমাদের মারধর করে উল্টো আমাদের নামেই মিথ্যা মামলা
দায়ের করা হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার ও মিথ্যা মামলা
প্রত্যাহারের দাবী জানাই। সুবিচার না পেলে আরো কঠোর
কর্মসূচী গ্রহণ করবো।