নাটোর প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুর উপজেলা জামাতের আমীর আব্দুল খালেক মোল্লা ও লালপুর উপজেলা
শিবিরের সভাপতি আমিরুল ইসলাম সহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে
তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন
মামলা রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে
গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরানো পাড়ার নিজ বাড়ি থেকে উপজেলা জামাতের
আমীর আব্দুল খালেক মোল¬াকে এবং লালপুর উপজেলার শিবিরের সভাপতি আমিরুল ইসলাম ও
কোষাধ্যক্ষ মোহাইমেনুলকে গ্রেফতার করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে নিয়মিত
অভিযানের অংশ হিসেবে আরো ৩১ জনকে গ্রেফতার করা হয়।
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার গ্রেফতারের কথা স্বীকার করে
জানান,জামাত নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায়কে কেন্দ্র করে যেন কোন প্রকার
নাশকতা ঘটাতে না পারে সে কারণে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ।
অভিযানে গুরুদাসপুর উপজেলা জামাতের আমীর আব্দুল খালেক মোল¬¬া ও লালপুর উপজেলা
শিবিরের সভাপতি আমিরুলও কোষাধ্যক্ষ মোহাইমেনুল সহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতা সহ একাধিক মামলা
রয়েছে।