সালেকিন মিয়া সাগর: দামুড়হুদা উপজেলা বৃক্ষমেলা থেকে অপহৃত চুয়াডাঙ্গা ভিজে স্কুলের ছাত্র দামুড়হুদা বাজারের ব্যবসায়ী মৃত হাবিবুর রহমান হাবিব এর ছেলে সজিবের লাশ চুয়াডাঙ্গা মৎস্য ভবনের পিছনের একটি বাড়ির সেপ্টি ট্যাক থেকে উদ্ধার করা হয়েছে।
উলেখ্য, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের ফলজ ও বৃক্ষ মেলা থেকে মাহাফুজুর রহমান সজিব (১৪)২৯শে জুলাই শুক্রবার রাতে সে নিখোজ হয়। সে দামুড়হুদা উপজেলা সদরের ব্রীজ পাড়ার মৃত্যু হাবিবুর রহমানের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারী ভিজে স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র।
সজিবের মামা আঃ হালিম জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সজিব তার বাইসাইকেল নিয়ে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে মেলার মাঠে যায়। রাত ১১টার দিকে মেলা শেষে সজিব বাড়ী না ফিরলে খোজা খোজি শুর” করি। খোজা খোজির এক পর্যায়ে তার বাইসাইকেলটি উপজেলা নির্বাচন অফিসের সামনে পাওয়া গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে দামুড়হুদা শহরে মাইকিং করে ও কোন ফল হয়নি। তিনি আরো বলেন, তিনি আরও বলেন গত নভেম্বর মাসে তার মোবাইলে একটি নম্বর থেকে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে ম্যাসেজ পাঠায়।
এরি পেক্ষিতে বুধবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা মৎস্য ভবনের একটি বাড়ির সেপ্টিক ট্যাংকের ভিতর থেকে সজিবের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধার কৃত সজিবের ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা অবধি সজিবের লাশ দামুড়হুদা মডেল থানায় রাখা হয়ে ছিল।