ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শৈলকুপায় বাসের ছাদ থেকে পড়ে মিঠুন হোসেন (১৮) নামে
এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত মিঠুন
উপজেলার মালিপাড়া গ্রামের ঝন্টু আলীর ছেলে।
ঝিনাইদহ সদর হাসপাতালের ডা. জাহীদুল ইসলাম সাংবাদিককে বলেন,
ফুটবল খেলা শেষে বাসে করে ঝিনাইদহ থেকে শৈলকুপা যাচ্ছিলো মিঠুন।
পথে বারইপাড়া এলে বাসের ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম
সাংবাদিককে জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি।