শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

ঝিনাইদহের চিনিকলে ৩৩ কোটি টাকার চিনি অবিক্রিত, বেতন-বোনাস নিয়ে শঙ্কিত ৬০০ মিল শ্রমিক !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ১৯০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের উৎপাদিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম

ভারি শিল্প প্রতিষ্ঠানে প্রায় ৩৩ কোটি ১২ লাখ টাকার ৬,৯০০ মেট্রিকটন

চিনি অবিক্রিত অবস্থায় গুদামে পড়ে রয়েছে। চিনি বিক্রি না হওয়ায় চলতি

মাসের বেতন ও ঈদুল আযহার বোনাস পাওয়া নিয়ে শ্রমিক কর্মচারীদের

মধ্যে হতাশা দেখা দিয়েছে।

মোবারকগঞ্জ চিনিকল সুত্রে জানা যায়, ২০১৪-২০১৫ আখ মাড়াই মৌসুমে

চিনি উৎপাদন হয় ৪ হাজার দুইশত ৩৫ মেট্রিক টন। সর্বশেষ ২০১৫-২০১৬

মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরে ৪ হাজার ১২০ মেট্রিক টন

তবে উৎপাদন করে করে ৪ হাজার একশত ২৫ মেট্রিক টন। গত দুই মাড়াই

মৌসুমে উৎপাদিত ৮ হাজার ৩শ ৫৯ মেট্রিক টন চিনির প্রায় সবই

অবিক্রিত রয়েছে। যার মূল্য প্রায় ৩৩ কোটি টাকা।

বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও মোচিক

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানান, দেশে অনেক

চাহিদা থাকলেও দেশের বাইরে থেকে চিনি আসায় বিক্রেতারা সেই চিনি

বিক্রি করছে। যার কারনে সুগার মিলের চিনি এখনো পড়ে রয়েছে। তিনি

আরো জানান, মোবারকগঞ্জ মিলের প্রায় ৬শত শ্রমিক কর্মচারীর আগষ্ট

মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে।

মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বিষয়টি

স্বীকার করে জানান, ৩৩ কোটি টাকার চিনি গুদামে পড়ে আছে এমন

প্রশ্নের জবাবে তিনি জানান, এটি হেড অফিসের সিদ্ধান্ত কবে সেটি

বিক্রি করা হবে তা এখনও ঠিক হয়নি।

উল্লেখ্য, ঝিনাইদহের এই মিলটি চালু হবার পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫০

কোটি টাকা দেনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451