নুরুল আলম ডাকুয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ক্বারী ওসমান গণি (৪৫) নামে ৪ পুলিশ হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল ওয়াহেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ওসমান গণিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারীর সহিংসতায় ৪ পুলিশ হত্যা মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।