সাইফুল ইসলাম তালুকদার,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা পাল পাড়া থেকে আক্তার হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ।
শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য আক্তার হোসেন উপজেলার হরিশ্যাম পাল পাড়ার আনু মিয়ার পুত্র।
নিহতের পাবিরারিক সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার পর থেকে আক্তার হোসেনকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
শুক্রবার সকালে স্থানীয় লোকজন গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আক্তারের লাশ দেখতে পেয়ে মাধবপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন বাংলার প্রতিদিন কে জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।