মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

ভিন্নমত দিয়েছেন মাহবুব , কিন্তু সিইসিই সঠিক : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ২৯৬ বার পড়া হয়েছে
অ কাদের

অনলাইন ডেস্ক ঃ

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ইসি মাহবুব ভিন্নমত প্রকাশ করতেই পারেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামতই ইসির মতামত। তাই, সিইসি সঠিক কথা বলেছেন।

আজ বুধবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় সমাবেশ ও গণসংযোগ করেন ওবায়দুল কাদের। সকালে কবিরহাটের নরোত্তমপুরের মনিনগরে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

গত সোমবার সাংবাদিকদের লিখিত প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেছিলেন, ‘আমি মোটেই মনে করি না, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে। সেনাবাহিনী মাঠে নামলে, পরিস্থিতি আশাব্যঞ্জকভাবে পাল্টে যাবে।’

পরে গতকাল রাঙ্গামাটিতে এক মতবিনিময় সভায় সিইসি বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা একেবারেই অসত্য কথা। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো আছে, সুন্দর আছে।’ আবার আজ সিইসির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ইসি মাহবুব। এসবের সূত্রেই আজ ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন একজনকে নিয়ে নয়। নির্বাচন কমিশন পাঁচজনকে নিয়ে। পাঁচজনের মধ্যে, চারজন বা তিনজন যদি একদিকে থাকে,  সেটাই হচ্ছে সিদ্ধান্ত। মেজরিটির সিদ্ধান্তই হচ্ছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সেদিক থেকে একজন ভিন্নমত প্রকাশ করতে পারে। তাতেও আপত্তি নেই। সেটাও গণতন্ত্র। কিন্তু, চারজন যে সিদ্ধান্ত দেবে সেটাই হচ্ছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সেদিক থেকে সিইসি সঠিক কথা বলেছেন।’

এদিকে, সারা দেশে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার যেসব অভিযোগ ওঠেছে, সেগুলো মিথ্যা বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘কে বাধা দেয়, আপনারাই সেটা রিপোর্ট করেন। এগুলা মিথ্যা, অপপ্রচার।’

এ সময় জনগণের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে কোনো মানুষ আশ্রয় ছাড়া, ঘরের বাইরে থাকবে না। প্রত্যেককে আশ্রয় দেওয়া হবে। প্রত্যেককে ঘর দেওয়া হবে। এই এলাকার বেকারকে চাকরি দেব এবং এই এলাকার যাদের ঘর নাই, চেয়ারম্যান মেম্বারদের বলব তালিকা তৈরি করুন। আমার এলাকার কোনো লোক গৃহহীন থাকবে না। আমাদের নেত্রী নারীদের একটা সম্মান দিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451