সেলিম হায়দার,তালা ঃ
সাতক্ষীরার তালায় স্বাধীনতার মহান ¯’পতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগষ্ট সকালে একটি শোক র্যালী তালা উপশহরের গুরুত্বপূর্ন সড়কগুলি প্রদক্ষিণ শেষে ¯’ানীয় শিল্পকলা একাডেমী হলরুমে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলিয়া সুকাইয়া, তালা থানার ওসি মোঃ ছগির মিঙা, তালা সরকারী কলেজের অধ্যক্ষ ড. মিয়া মুহাম্মদ আব্দুর রশিদ, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মোঃ মহিবুল্লাহ মোড়ল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, উপজেলা কৃষি অফিসার মোঃ শামছুল আলম, আওয়ামী লীগনেতা এমএম ফজলুল হক, পিএম গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, সাস পরিচালক শেখ ইমান আলী, উপজেলা জাতীয় পার্টি সভাপতি এসএম নজরুল ইসলাম, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ। এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন আ’লীগের উদ্যোগে স্ব-স্ব ইউনিয়নে কাঙ্গালীভোজ, কোরআনখানী ও দোয়া মাহফিলসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।