বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার বিকালে জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে মানববন্ধনকালে প্যানেল মেয়র জালালউদ্দিনের সভাপতিত্বে পৌর জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আমিনুল হক মতিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ, পৌর সচিব জালালউদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ও শাবান মাহমুদ বক্তব্য রাখেন। এর আগে একই দাবীতে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।