চাটখিল প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাটখিল পৌর মেয়র ও উপজেলা যুবলীগ আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারির নেতৃতে এক শোক র্যা লি আজ ১৫ই আগস্ট চাটখিল বাজারে অনুষ্ঠিত হয়। উক্ত শোক র্যা লিতে উপস্থিত ছিলেন, কাউন্সিলর গোলাম সরোয়ার বাদশা,কাউন্সিলর মমিনুল ইসলাম দুলাল, কাউন্সিলর আবুল খায়ের, কাউন্সিলর নজির আহমদ, জেলা ছাত্রলীগের উপ সম্পাদক রিয়াজ খান, চাটখিল বাজার পরিচালনা কমিটির সহ-সাধারন সম্পাদক হারুন অর রশিদ ও উপজেলা যুবলীগের নেতা কর্মী সহ চাটখিল পৌর সভার সবস্তরের কর্মকর্তা বৃন্দ।
র্যা লিটি চাটখিল বাজারের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।