মোঃ রুহুল আমীন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ-৬ ( আত্রাই-রাণীনগর ) আসনর সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি বলেছন, বিশ্বের দরবারে বাংলাদেশের বিরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের ইতিহাস, উনয়নের ধারা সমুন্নত রাখতে হলে জ্ঞান ও মেধা ভিত্তিক জাতি গড়তে স্কাউটসে এর ভূমিকা অপরিসীম। এই জন্য স্কাউটসের আদর্শের কোন বিকল্প নাই। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ পূরণ করার লক্ষ্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ দেশে আগামী প্রজন্মকে জ্ঞান, মেধা ভিত্তিক, কর্মমুখী সজনশীলতা ও যুগাপযুগী শিক্ষায় শিক্ষিত করতে পারলে বাস্তব জীবন তারা জাতীয় উনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শিক্ষাই এক মাত্র মানুষের বড় সম্পদ। শিক্ষা জীবন শেষে বাস্তব জীবন স্কাউটস এর আদর্শ যথাযথ এর ব্যবহার করতে পারলে অবশ্যই এর কান ক্ষয় নই। গতকাল রবিবার সকাল ভবানীপুর জি এস উচ বিদ্যালয় ৪ দিন ব্যাপী কাব ক্যাম্পুরী অনুষ্ঠানের দ্বিতীয় দিন পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, নওগাঁ-জয়পুরহাট জেলা সহকারী পরিচালক আব্দুর রশিদ, ক্যামম্পুরী প্রোগ্রাম চীপ তারেক মোঃ মাহবুব উল আলম, কমিশনার সনৎ কুমার প্রামানিক, উপজলা স্কাউটস সাধারণ সম্পাদক রুহুল আমিন, শাহাগালা ইউনিয়ন চেয়ারম্যান মাঃ শফিকুল ইসলাম বাবু, ভবানীপুর জি এস উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, আত্রাই প্রেস ক্লাবর সভাপতি আব্দুল মজিদ মল্লিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন প্রমূখ। উল্লখ্য গত ১৩ আগষ্ট আত্রাই উপজলা নির্বাহী অফিসার মাঃ মোখলেছুর রহমান উদ্বোধন করেন এবং ১৬ আগষ্ট পর্যন্ত ৪ দিন ব্যাপী এ ক্যাম্পনে আত্রাই উপজলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৪ জন কাব সদস্যরা অংশ গ্রহন করন।