কুড়ুলগাছি প্রতিনিধি :প্রেমিকার সঙ্গে অনেক দিন দেখা না হওয়ায় মনের খায়েশ মেটাতে এসে গ্যাড়াকলে প্রেমিক । প্রতিদিন কথা হয় রোজ মুঠোফোনে কিন্তু দেখা হত না মাঝে মাঝে তাই আগেই জানানো হয় প্রেমিকাকে কবে কখন আসবেন প্রেমিক।
কথা মত প্রেমিক যুগল মিলিত হয়েছিল বটে কিন্তু দেখা করতে এসে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে গ্যাড়াকলে । তাও প্রেমিকার হোস্টেলের বন্ধুদের হাতে। সব শেষ। মান সম্মান ধুলোয় মিশে গেল।
গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা এক ছাত্রবাসে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ের চন্ডিপুর (খামারীপাড়া)গ্রামের ইকরাম হোসেনের পুত্র ইমরান হোসেন (২০) এর সাথে একই ইউনিয়ের চন্ডিপুর গ্রামের মোর্তুজা মাষ্টারের কন্যা
মিমি খাতুন (১৮) প্রেমের সম্পর্ক গড়ে
তুলেন। মিমি ও ইমরান পড়াশুনার সুবাদে চুয়াডাঙ্গা একটি ছাত্রবাসে (ম্যাচ) থাকত । মিমির সাথে প্রেমের সুবাধে শনিবার দুপুরে তার সথে
দেখা করতে আসলে দুজনে রঙ্গলিলাই মত্ত হয়। এ সময় ছাত্রবাসের কিছু বে-রসিক ছাত্ররা তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আটক করে । ইমরানের পরিবারের সদস্যদের হস্তক্ষেপে উভয় পক্ষের অভিভাবদের উপস্থিতিতে তাদের বিয়ে
বন্ধনে আবদ্ধ করার কথা হয়েছে বলে জানা গেছে।