বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

 গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজলার ৬টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে নাজিরপুর, বিয়াঘাট, খুবজীপুর, মশিন্দা, ধারাবারিষা ও চাপিলা ইউনিয়নের নবনির্বাচিত ৬জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি নাটোর জেলা প্রশাসক মো. খলিলুর রহমান এবং ৬টি ইউনিয়নের নবনির্বাচিত ৫৪ জন সাধারণ সদস্য ও ১৮ সংরক্ষিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তার।
অনুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এনামূল হক ছাড়াও উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।#
 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451