সেলিম হায়দার,তালা
বাংলাদেশের ভুমিকম্প ও জলাবদ্ধতা প্রবল এলাকার জনগোষ্ঠীর নিরাপত্তা ও সহনশীলতা বৃদ্ধি করন প্রকল্প’র অধিনে মুসলিম এইডের উদ্যোগে স্কুল ভিত্তিক দূযোর্গ প্রস্তুতি বিষয়ক ২দিনের প্রশিক্ষণ সমাপনী সোমবার সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন।
পিটিআরসি বিনের পোতা সাতক্ষীরা ২দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মুসলিম এইডের টেকনিক্যাল অফিসার মোঃ আলামিন। প্রশিক্ষণ পরিচালনা করেন,মুসলিম এইডের প্রোগ্রাম অফিসার হারুনার রশিদ,টেকনিক্যাল অফিসার দেওয়ান এরশাদ,টেকনিক্যাল অফিসার আলামিন। প্রশিক্ষণে অংশগ্রহন করেন মুসলিম এইড,কপোতাক্ষ হাই স্কুল,কুমিরা পাইলাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সাতক্ষীরার খেঁজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ১৮ জন।